আব্দুর রহমান

আব্দুর রহমান

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মরহুম আবদুস সােবহান ঘরামী ও জুলেখা বেগমের দ্বিতীয় পুত্র মাে: আব্দুর রহমান। তিন ভাই আর দুই বােনের মধ্যে তিনি তৃতীয়। গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে মাধ্যমিক স্তর শেষ করেন নিজ গ্রামে অবস্থিত পালরদী মাধ্যমিক বিদ্যালয়ে। ঢাকার কবি নজরুল সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই। যুক্ত হন দৈনিক আজকের কাগজের সাথে । সেখানে ছয় বছর কাজ করার পর যােগ দেন। দৈনিক ইনকিলাবে। ২০০৪ এর অক্টোবরে বাংলাভিশনে সিনিয়র রিপাের্টার হিসেবে শুরু করেন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকতা। ২০০৯ সালে এই চ্যানেলে যুগবার্তা সম্পাদক হন। ২০১১ সালে হন বার্তা সম্পাদক। ২০১২ সালে জিটিভিতে যােগ দেন প্ল্যানিং এডিটর হিসেবে। ২০১২ সালের শেষের দিকে যােগ দেন চ্যানেল নাইনে। স্ত্রী সানজিদা আফরােজ রীমা এবং দুই ছেলে। ইয়াসির আরাফাত রাইয়ান ও ইয়ামিন আরফান রেদোয়ানকে নিয়ে বাস করছেন ঢাকার সায়েদাবাদ এলাকায়।

আব্দুর রহমান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon